ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার

 

মোঃ সাইফুল্লাহ –
ডিবি (উত্তর), ঢাকা জেলার এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম,পিপিএম,সহকর্মী অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গতকাল ১৫ ডিসেম্বর বিকেলে আশুলিয়া থানাধীন ঘোষবাগ পূর্বপাড়া এলাকা হইতে আসামী ১। নুর মোহাম্মদ (৩২), পিতা-আলীম, সাং-ঘোষবাগ পূর্বপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,২। মোঃ বাদশা মিয়া (২৯),পিতা- আরিফ,সাং-তুলসিপুর,থানা ও জেলা-জামালপুর, এ/পি সাং- ঘোষবাগ পূর্বপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে, হেফাজতে গ্রহন করেন। এই বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

     More News Of This Category

Our Like Page