সাভারে ২ (দুই) ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

 

মোঃসাইফুল্লাহ
ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ এর ঘটনায় ২ (দুই) জন ভুয়া পুলিশ ও প্রতারককে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশ।

ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ সাভার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপনসূত্রে খবর পান যে, জনৈক রাজু খন্দকার (৩৪) নামের এক সাধারন জনগনকে এক ব্যাক্তি নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার নাম করে তাহার নিকট হইতে সর্বমোট ১,৯১,৫০০/- (এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত) টাকা আত্মসাত করেছে। উক্ত সংবাদ পাইয়া মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সাভার মডেল থানাধীন কর্নপাড়া এলাকা হইতে ২৭/১২/২০২২খ্রি. তারিখ ২১.৩০ ঘটিকায় আসামী ১। মাহাবুর রহমান মিন্টু (২৭), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-চরিতাবাড়ী, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-৯৩/৩, উলাইল, কর্নপাড়া, আলী আকবরের বাসার ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এবং তার সহযোগী আসামী ২। মোঃ ওমর ফারুক (৩৪), পিতা-মৃত শহিদুল ইসলাম,সাং-মনমথ, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-পশ্চিম ব্যাংক টাউন, সরদারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা দের কে ধৃত করেন। উক্ত আসামীদের ধৃত করিয়া জিজ্ঞাসাবাদে তাহার ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেন। আসামী ১। মাহাবুর রহমান মিন্টু (২৭) এর নিকট হইতে বাচ্চাদের একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এই সংক্রান্তে আসামী ১। মাহাবুর রহমান ৥ জিজ্ঞাসাবাদ করিলে সে জানায়, নিজেকে ডিবি অফিসার পরিচয় দেয়ার জন্য সে উক্ত খেলনা পিস্তল বিভিন্ন জায়গায় প্রদর্শন করিত।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

     More News Of This Category

Our Like Page