ডিবি (উত্তর)ঢাকার পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আসামী গ্রেফতার।
- আপডেট সময় : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ
ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোঃ রাজীব হোসেন সাভার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১০/০১/২০২৩ ইং তারিখ ১৬.২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা হইতে আসামী ১। মোঃ লিটন মিয়া (৪৫), পিতা-মৃত রাজা মিয়া, মাতা-মৃত জরিফুল বেগম, সাং-বদরুর ঝালাই, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-হাংগাইন, বলিয়ারপুর, নগরকোন্ডা, জজ মিয়ার বাড়ীর ভাড়টিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মুক্তা বেগম (৪০), পিতা-মৃত আলী হোসেন, স্বামী-মোঃ আলম, সাং-হাংগাইন ব্রিজের পাশে, বলিয়ারপুর, বনগাঁও, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এবং
ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোহাম্মদ শাহাদাত সাভার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে ১০/০১/২০২৩ ইং তারিখ ২১.৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন খাগান পশ্চিমপাড়া এলাকা হইতে আসামী ১। আশিকুর রহমান (৩০), পিতা-বজলুর রহমান, মাতা-মাহমুদা পারভিন, সাং-খাগান পশ্চিমপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে সর্বমোট ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।