সাভারের ইয়ারপুরে সাড়ে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

- আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
বর্তমান সরকারকে উন্নয়ন বান্ধব সরকার বলে অভিহিত করেছেন দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। এই সরকারের সময়ে গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ সাভারের ইয়ারপুরে সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্র্রামে পাঁচটি রাস্তা ও তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশের উন্নয়ন থামাতে একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।পাঁচটি রাস্তা ও তিনটি স্কুল সাভার এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের অর্থায়নে নির্মিত হচ্ছে।
এর আগে প্রতিমন্ত্রী সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃ স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সুমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।