ডিবি উত্তর ঢাকা জেলার হাতে গাঁজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মোঃ সাইফুল্লাহ

ডিবি (উত্তর), ঢাকা জেলার এএসআই (নিঃ) সুলতান মাহমুদ সংঙ্গীয় এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম এবং ফোর্সসহ সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ২৭/০১/২০২৩ খ্রি. তারিখ ২২.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা হইতে আসামী ১। মোঃ মহিন উদ্দিন (৩৮), পিতা-জামিল উদ্দিন, মাতা-শামসুন্নাহার, সাং-জোড়পুকুরিয়া, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, এ/পি সাং-বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকাকে ৩.৫(তিন কেজি পাঁচশত) গ্রাম গাঁজা, ২। মোঃ হাবিব উল্লাহ (৩১), পিতা-মোঃ রাশেদুল হক, মাতা-মোসাম্মৎ বিলকিছ বেগম, সাং-নাজিরপুর সাতবর বাড়ী, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর দের সর্বমোট ১.৫( এক কেজি পাঁচশত গ্রাম) গাঁজা সহ সর্বমোট ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামীদ্বয় কুমিল্লা হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

     More News Of This Category

Our Like Page