প্রচার বিমুখ যুবলীগ নেতা রাজিম ভূঁইয়া মিশু

 

মোঃ সাইফুল্লাহ সাইফুল-

সাভার পৌর যুবলীগ নেতা  রাজিম ভূঁইয়া মিশু    প্রচার বিমুখ নেতা। তিনি সবার অজান্তে অকাতরে গরীব- দুঃখী, এতিমদের জন্য পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করেন। বিষয়টিকে তিনি প্রচার করতে চাননা খুব একটা। এটি বোঝা গেল , আজ বিকালে যখন তার অফিসের সামনে দিয়ে যাই তখন। দেখলাম কিছু মাদ্রাসার ছাত্র তার অফিসে বসে আছে। কারণ জানতে প্রবেশ করলাম সেখানে।জানা গেল,সাভারের সিন্দুরিয়ায় অবস্থিত কাজী শরিয়ত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে তিনি নতুন জুতা,গেঞ্জি ও ফুটবল প্রদান করছেন। সেটির ছবি তুলতে গেলে বারণ করেন মিশু।বলেন, ভাই প্রচারের জন্য দান করতে চাইনা। সেটা ভালো দেখায় না।যখন বললাম, ভালো কাজের প্রচার না হলে অন্যরাও ভালো কাজের ব্যাপারে উৎসাহী হবেনা।তখন তিনি রাজি হলেন। খোঁজ নিয়ে জানা যায়, শীতের মধ্যে এই এতিম বাচ্চাদের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি। করোনাকালীন সময়ে অসহায় মানুষকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করেছেন। সেটিও প্রচার করতে চাননি। তিনি বলেন, আমরা প্রত্যেকে যদি একজন করে এতিম অসহায় মানুষের দ্বায়িত্ব নিই, তাদের এদেশে আর কেউ না খেয়ে, বিনা চিকিৎসায় মরবে না।যাকাতের টাকা দিয়ে অসহায় মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে কেউ গরীব থাকবে না। বেকারত্ব কমে যাবে। জানা গেল মাঝে মধ্যে মিশু মাদ্রাসা য় গিয়ে এতিমদের একটু ভালো খাওয়ার ব্যবস্হা করেন।তাদেরকে সঙ্গ দেন। আজ মাদ্রাসার এতিম অসহায় ছাত্ররা তার এই উপহার পেয়ে খুশি।

     More News Of This Category

Our Like Page