প্রশাসনের পরিচয়ে বাসা থেকে ব্যবসায়ীকে অপহরনের অভিযোগ

 

বিশেষ প্রতিনিধি

আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকার সেন্টুমিয়ার বাসার ভাড়াটিয়া মোঃ আব্দুল হালিম খান নামক এক ব্যবসায়ীকে গত ১৯ শে ফেব্রুয়ারী রাতে ডেকে নিয়ে কৌশলে অপহরন করেছে বলে জানাই পরিবারের সদস্যরা।

মোঃ আব্দুল হালিম খান পিতাঃ মৃতঃ মজিবর রহমান খান গ্রামঃ চরপাড়া ইবি থানাধীন কুষ্টিয়া জেলার বাসিন্দা। গত ৮/৯ বছর যাবৎ তিনি কবির পুর সেন্টু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে থাকেন। প্রতিবেশী এবং বাড়ির মালিক এবং
ভুক্তভোগীর স্ত্রী এবং ছেলে মেয়ের কাছে জানতে চাইলে তারা বলেন যে গত ১৯ শে ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে ৪ জন অপরিচিত ব্যক্তি এসে ভুক্তভোগীকে কথা আছে বলে ডেকে নেয়। প্রয়োজনীয় কথা শেষে চলে আসবে বলে জানাই। কিন্ত নিয়ে যাওযার পর এক ঘন্টা পর চলে আসবে বলে পরিবারকে জানালেও এখনও পর্যন্ত কোন সন্ধান না পাওয়ায় গত ২০/৩/২৩ ইং তারিখে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরনে জানা যায় যে, সে বাইপাইলে মোঃ রুবেল হোসেনের সাথে যৌথ কাচা মালের ব্যবসা করেন। রুবেল হোসেন চাপাইনবাগন্জ, রাজশাহীর বাসিন্দা। বর্তমান ব্যবসায়ীক কারনে বাইপাইলে বাস করে।
অভিযোগ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপ -পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রকৃত রহস্য উৎঘাটনের জন্য সচেষ্ট আছেন বলে জানান।

এই বিষয়ে ২২ শে ফেব্রুয়ারী( বুধবার) আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে যার নং-২১৪৬

এই বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কে জিঙ্গাসা করলে তিনি জানান ঘটনাটি সত্যতা যাচাই পুর্বক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য যে এখনও পযর্ন্ত ভুক্তভোগীর কোন সন্ধান পাওয়া যায়নি।

     More News Of This Category

Our Like Page