আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

 

জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন জেলায় সিগারেট এর গোডাউন ডাকাতির সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
১১ মার্চ,শনিবার সকাল ১১ ঘটিকায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গনমাধ্যম কর্মীদের অবহিত করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ বদরুজ্জামান মোল্লার নেতৃত্বে একটি চৌকস টিম বিরামহীনভাবে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে তিন জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ নাছির উদ্দিন মোল্লা(৫০) পিতা মৃত চান মিয়া মোল্লা, থানা জেলা বরগুনা, ২। মোঃ হাফিজুর রহমান (৪৫) পিতা মৃত ছমর উদ্দিন, থানা-কাশিমপুর, জেলা-গাজীপুর, ৩। মোঃ জাহিদুল ইসলাম(৩৬) পিতা আব্দুল হামিদ, থানা-কোট চাদপুর, জেলা-ঝিনাইদহ। গ্রেপ্তারকৃত আসামীদের নিকট ডাকাতি করা সিগারেট এর বিক্রয়লব্ধ নগদ ২,৫০,০০০(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং ১টি কম্পিউটার কি-বোর্ড উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ডাকাত দলের এই তিন সদস্য বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে বড় বড় চুরি ডাকাতির সাথে সংযুক্ত ছিল। গোয়েন্দা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হন

     More News Of This Category

Our Like Page