গিদারীতে ইউপি সদস্যের সরকারি গাছ কর্তণ
- আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
শাকির হায়দারঃ বাংলায় একটি প্রবাদ আছে সরকারি মাল দড়িয়া-মে ঢাল, তেমনি একটি ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুরিয়া হাট খোলা বাজারে। প্রায় শতবছরের একটি আম গাছ কর্তণ করার অভিযোগ উঠেছে ঐ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন হাসু হিরু’র বিরুদ্ধে।
১ এপ্রিল, শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করেই ইউপি সদস্য আলামিন হাসু হিরু তার নিজ ক্ষমতা বলে গাছটি কর্তণ করা জন্য কয়েকজন শ্রমিক দিয়ে প্রথমে গাছের প্রায় ৪০ মণ ডালপালা কেটে বাসায় নিয়ে যান এবং গাছের গোড়া কাঁটার সময় সংবাদকর্মীদের উপস্থিতির খবর পেয়ে গাছ কাঁটা শ্রমিকরা পালিয়ে যায়।
পরবর্তীতে ইউপি সদস্য আলামিন হাসু হিরু’র কাছে গাছ কাঁটার অনুমতি পত্র দেখতে চাইলে, তিনি অনুমতি পত্র দেখাতে অস্বীকৃতি জানিয়ে সংবাদকর্মীদের উপর চওড়া হয়ে বলেন, গাছটি শুকনো তাই ইউএনও কাছে আবেদন করি তিনি আমাকে গাছ কাঁটার অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ইদু’র নিকট জানতে চাইলে তিনি বলেন, গাছটি কাটার জন্য ইউএনও বরাবর সুপারিশ করি। কিন্তু তিনি কাঁটার জন্য এখনো অনুমতি দেননি। কিন্তু হিরু মেম্বার তার নিজ ক্ষমতায় গাছটির ডালপালা কেঁটেছেন। এর জন্য ইউনিয়ন পরিষদ দায়ভার গ্রহণ করবে না।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম এর কাছে ঘটনার বিষয় জানার জন্য বেশ কয়েকবার মুঠোফোন যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।