সংবাদ শিরোনাম ::
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
-
মোঃ সাইফুল্লাহ –
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে শ্রবন মেশিন, হুইল চেয়ার, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।সোমবার (৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা।এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, নিউজ টুয়েন্টিফোরের সাভার প্রতিনিধি নাজমুল হুদা, আর টিভির প্রতিনিধি জিয়াউর রহমান, বাংলা ভিশন টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন।অনুষ্ঠানে হুইল চেয়ার নিতে আসা ১০ বছর বয়সী জয়ের মা আমেনা বেগম অশ্রুসিক্ত নয়নে বলেন, ‘আমার ছেলে জন্মগতভাবে হাঁটতে পারে না। ছেলের পঙ্গুত্বের কারণে আমি কোনো কাজ করতে পারি না। আমার স্বামী রিক্সা চালিয়ে যা আয় করে তা দিয়ে কোনোরকম খেয়ে-পরে বেঁচে আছি। এ অবস্থায় ছেলেকে হুইলচেয়ার কিনে দেয়ার মত সামর্ধ্য আমাদের ছিল না। আজকে চেয়ারম্যান ফখরুল আলম সমর অনেক বড় একটা উপকার করলেন আমাদের।হুইলচেয়ার ব্যবহার করে আমার ছেলে স্কুলে যেতে পারবে। পড়াশোনা করে মানুষের মত মানুষ হতে পারবে।এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ,উক্ত ইউনিয়নের ইউপি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।