মোঃ সাইফুল্লাহ –
গত শুক্রবার ১৪ ই এপ্রিল মরহুম ইব্রাহিম ফাউন্ডেশনের (আই,বি,এফ) এর উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের ঝাউচর বেপারী বাড়ি তে বাদ আছর থেকে ধর্মীয় আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ সজীব বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বি এন জেপির চেয়ারম্যান মোঃ ফরিদ চৌধরী। এছাড়া আই,বি,এফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মহাসিন বেপারী এর উপস্হিতিতে
ইফতার পূর্ব আলোচনায় আই,বি,এফ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল( বিএনজেপির) যুগ্মমহাসচিব মোঃ সজীব বেপারী বলেন, প্রতিবছরই স্হানীয়দের নিয়ে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করে থাকি। আগামীতেও আপনাদের ভালোবাসা পেলে বিভিন্ন সামাজিক কাজে সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা দোয়া করবেন যেন প্রতিবছর এভাবেই ইফতারের আয়োজন করতে পারি। উল্লেখ্য উক্ত ইফতারের অনুষ্ঠানে স্হানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় এক হাজার জন উপস্থিত ছিলেন ।