মোঃ সাইফুল্লাহ –
সমর (চেয়ারম্যান) আমাগো বাপ মা।আমরা সারাবছর তার কাছ থাইকা চাইল,ডাইল,ট্যাহা পয়সা যহন ইচ্ছা তহন পাই।আজইগা পাইলাম চাইল(চাল),ডাইল(ডাল),সেমাই, চিনি, নতুন জুতা,শাড়ি, আলু,মুরগী,বাদাম, কিসমিস,দুধ আরো কত কি।তোমাগো দাদার লাইগা পাইলাম নতুন জুতা,লুঙ্গি।
এভাবেই আনন্দে আত্মহারা হয়ে কথাগুলো বলছিলেন ৮০ বছরের বয়স্কা দুঃস্হ মহিলা আমেনা বেগম।আজ ১৭ এপ্রিল দুপুরে সাভারের হেমায়েতপুরে নিজ বাসার সামনে এক ব্যতিক্রমী উদ্যোগ – “১ মিনিটের ঈদ বাজার” নামক মানবতার কল্যাণে এক বিশেষ বাজারের আয়োজন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। উদ্দেশ্য, এলাকার গরিব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা।সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩ শতাধিক গরীব অসহায় মানুষ তার ১ মিনিটের ঈদ বাজারে এসেছেন বিনামূল্যে বাজার করতে। নামে বাজার হলেও তারা পণ্য পাচ্ছেন বিনামূল্যে ঈদের যাবতীয় বাজার।
হেমায়েতপুরে মরহুম ওয়াসিল উদ্দিনের বাসভবনের সামনে এই আয়োজনে রয়েছে বিভিন্ন প্রকার স্টল। যেখানে ছিল নতুন জামা কাপড়, শার্ট, শাড়ি, লুঙ্গি, জুতা ইত্যাদি।খাদ্য সামগ্রীর মধ্যে পোলাওয়ের চাল, তেল, দুধ, সেমাই, চিনি, আলু, পেয়াজ, মুরগীসহ বিভিন্ন উপকরণ। এই ঈদ সামগ্রী দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই ঈদ বাজার প্রসঙ্গে ফখরুল আলম সমর বলেন, এক মিনিটের বাজার নামটি প্রতিকী। ঈদের আগের দিন পর্যন্ত এই বাজার খোলা থাকবে। এখানে ৩-৪ হাজার লোক শাড়ি-লুঙ্গি ও নতুন কাপড় পাবে। সহস্রাধিক লোক পাবে খাবার সামগ্রী।তিনি আরও বলেন, কোনো ঈদে কেনাকাটা করতে মার্কেটে যাইনা। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে নতুন জুতা, জামা,শাড়ি, লুঙ্গি, খাবারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এছাড়া রোজার শুরু থেকে প্রতিদিন ৫০০ জন লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্হিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।