শাকির হায়দারঃ ৫মে, শুক্রবার বিকেল ৪ ঘটিকায় গাইবান্ধা সদর উপজেলা ফেরিওআলা হকার শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বগুড়া-০৩১) এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে ১৬ টি পদের জন্য ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১১ এপ্রিল ২০২৩ ইং তারিখে ১৩ জন প্রার্থী লিখিত ভাবে প্রার্থিতা প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬টি পদে সভাপতি/সাধারণ সম্পাদক সহ ১৬ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে মোঃ আবু শেখ, কার্যকরী সভাপতি পদে চেয়ার মার্কা নিয়ে মোঃ মানিক মিয়া, সহ-সভাপতি পদে মোমবাতি মার্কা নিয়ে মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক পদে হাতুড়ি মার্কা নিয়ে মোঃ দুদু মিয়া, সহ সাধারণ সম্পাদক পদে সিলিং ফ্যান নিয়ে মোঃ মকবুল সর্দার, সাংগঠনিক সম্পাদক পদে তালা মার্কা নিয়ে মোঃ খোকন হক, সহ সাংগঠনিক সম্পাদক পদে আনারস মার্কা নিয়ে মোঃ বাবু মিয়া, কোষাধক্ষ পদে ওয়ারড্রোপ মার্কা নিয়ে নুর মোহাম্মদ, সড়ক সম্পাদক-১ পদে রিক্সাভ্যান মার্কা নিয়ে মোঃ মিলন মিয়া, সড়ক সম্পাদক-২ পদে মোটরসাইকেল মার্কা নিয়ে মোঃ খাজা মিয়া, দপ্তর সম্পাদক পদে কলম মার্কা নিয়ে মোঃ আব্দুর রাজ্জাক সরকার, প্রচার সম্পাদক পদে মোবাইল মার্কা নিয়ে মোঃ এজাজ মিয়া সরকার, শ্রম ও আইন বিষয়ক সম্পাদক পদে দোয়েল পাখি মার্কা নিয়ে মোঃ শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য-১ পদে মোরগ মার্কা নিয়ে মোঃ আমিরুল ইসলাম, কার্যকরী সদস্য-২ পদে হাঁস মার্কা নিয়ে মোঃ শফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য-৩ পদে কলস মার্কা নিয়ে মোঃ সিদ্দিক মিয়া।
এ সময়, গাইবান্ধা জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি ও চলমান নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ আশরাফুল আলম বাদশার সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক শ্রম দপ্তর, চক সূত্রাপুর, বগুড়ার শ্রম কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা শ্রম দপ্তরের শ্রম সংগঠক মোঃ নাসির উদ্দিন, সহকারি মোঃ মাসুম, শ্রমিক নেতা বাপ্পী সহ বিভিন্ন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।