জাতীয় শোক দিবসে সরকারের উন্নয়য়ের ধারাকে বাধাগ্রস্ত করতে যড়যন্ত্র হচ্ছেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
মোঃ নজরুল ইসলাম
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের উন্নয়য়ের ধারাকে বাধাগ্রস্ত করতে একদল প্রতিনিয়ত যড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছেনা।
বুধবার (২৩ আগস্ট) বিকালে আশুলিয়ার নরসিংহপুর বটতলা মাঠে আশুলিয়া থানা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বাংলার সাধারণ জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করবে। প্রধান অতিথি
বক্তব্য শেষে প্রায় ৫ শ গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন , আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,
আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, এর সভাপতিত্ব বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলে দূঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় , সঞ্চালনায় ছিলেন মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া যুগ্ন আহ্বায়ক আশুলিয়া থানা যুবলীগ ও ইয়ারপুর ইউপি যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , সাভার উপজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ জমত আলী দেওয়ান প্রমুখ মিলাদের পর বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ৭৫ -এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্ৰগতি কামনা করা হয়। ও মোনাজাত পরিচালনা করেন ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এম,পি পরে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।