মোঃ সাগর হোসেন, সাভার:
-বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাভার উপজেলার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার ২৫ আগস্ট সাভার উপজেলার গেন্ডা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.মোঃ এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ইয়াসমিন চৌধুরী সুমি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবা পারভিন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইলোরা খান মজলিস, বীর মুক্তিযোদ্ধা সন্তান গোলাম ফয়েজউদ্দিন খান শিহাব, ছাত্রলীগের সাবেক নেতা আরিফ খাঁন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চুন্নু। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আহমেদ। অনুষ্ঠানে আলোচনা সভা ,দোয়া ও সর্বশেষে তবারক বিতরণ করা হয়।