সাভার থানা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

- আপডেট সময় : ১২:২৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন,সাভার:
সাভার থানা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ২৬শে আগস্ট সাভার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব।
সাভার থানা যুব মহিলা লীগের সভাপতি লিজা আক্তার এর সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব সায়েম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জনাব রাজু আহমেদ সহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।