অপরাধ দমনে কঠোর অবস্থানে আমিন বাজার পুলিশ ফাঁড়ি

 

মোঃ সাগর হোসেন,সাভার: সাভারের আমিন বাজার পুলিশ ফাঁড়ি অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অপরাধীদের কাছে আতঙ্ক। তিনি যোগদানের পর থেকেই ঐ এলাকার অপরাধের সংখ্যা বহুলাংশে কমে গেছে। একসময় আমিন বাজার এলাকা ছিল অপরাধীদের আখড়া।এস আই হারুনের সার্বিক তত্ত্বাবধানে এবং তার সহযোগী পুলিশ সদস্যদের বলিষ্ঠ অংশগ্রহণে এবং শক্ত অভিমানের ফলে ঐ এলাকার অপরাধীদের ঘুম হারাম হয়ে গেছে। ফলশ্রুতিতে ঐ এলাকার চুরি, ছিনতাই,ডাকাতি,মাদক, ইভটিজিং, চাঁদা,হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, ভূমিদস্যু এবং সব ধরনের অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে। বর্তমানে এলাকার বাসিন্দারা অনেক নিরাপদে বসবাস করছেন।আমিন বাজারের বাসিন্দা রহমান জানান,এস আই হারুন স্যার যোগদানের পর থেকেই আমরা নিরাপদে আছি।

উল্লেখ্য,এস আই হারুন বেশ কয়েকবার সাভার থানা ও ঢাকা জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিটি হরতাল ও অবরোধে হারুন ও তার টিম শক্ত অবস্থানে থেকে যথেষ্ট সুনাম অর্জন করেছে। তাছাড়া আমিন বাজার পুলিশ ফাঁড়ি অসহায়, দুস্থ, মানুষের সকল ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে।
এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন বিতরণ ও ধর্মীয় কাজে সহযোগিতা করে ইতোমধ্যে এই পুলিশ ফাঁড়ি সকলের নজর কাড়ার দৃষ্টান্ত স্থাপন করেছে।

এস আই হারুন বলেন, আমিন বাজারের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সমস্ত প্রকারের অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

     More News Of This Category

Our Like Page