সাভারে জমি দখল ও মারধরের অভিযোগ থানায়

স্টাফ রিপোর্টার-

ঢাকার সাভারে সাবেক পৌর কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইভান ইবনে আসাদ গতকাল অভিযুক্ত আয়নাল হক গেদু ও তার ছেলে রাজিবসহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক পৌর কাউন্সিলর আয়নাল হক গেদুসহ বিবাদীদের সঙ্গে সাভারের আনন্দপুর এলাকার মো. আরশাদ মিয়ার ছেলে ইভান ইবনে আসাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়,আয়নাল হক গেদুর ছেলে রাজিব বিভিন্ন সময় জোরপূর্বক আসাদের আনন্দপুর মৌজার ৫ শতাংশ জমি ও এর উপর নির্মিত সেমিপাকা বাড়িটি বেদখলের পাঁয়তারা করে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। এ ঘটনার অভিযুক্তরা নানা সময় ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে অভিযুক্ত রাজিবের নেতৃত্বে বাকি বিবাদী মো. জামাল ও মো. বাবুসহ আরো ৩-৪ জোরপূর্বক তাদের জমিতে প্রবেশ করে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় ভুক্তভোগী ইভান ও তার স্ত্রী ফাতেমাকে মারধর করে তাদের হাতে থাকা একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে বলে অভিযোগ করছে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জিজ্ঞেস করলে,সাবেক কাউন্সিলর ও সাভার পৌর কৃষকলীগের সভাপতি আয়নাক হক গেদু বলেন,আমি জমিটি ক্রয় করেছি দখলের কোন ঘটনা ঘটেনি। দলিল যার জমি তার বলেও জানান তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     More News Of This Category

Our Like Page