সাভারে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সাবেক পৌর কাউন্সিলরের সাংবাদিক সম্মেলন

- আপডেট সময় : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি-
সাভারে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদিক সম্মেলন করেছেন সাবেক এক পৌর কাউন্সিলর। আয়নাল হক গেদু নামের সাবেক ঐ পৌর কাউন্সিলর তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন,
তিনি ও তার পুত্র রাজিব বৈধভাবে আড়াই শতাংশ জমি ক্রয় করলেও সেটি নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সাভারের আনন্দপুরের আড়াই শতাংশ জমিটি তিনি নিজেদের বলে দাবি করেন। তিনি বলেন, বর্তমান সরকার আইন করেছেন দলিল যার জমি তার। তিনি এই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি প্রতিপক্ষকে মিথ্যা অপবাদ ও হয়রানি না করার আহবান করেন। তিনি জমিটি তার দখলকৃত বলে উল্লেখ করেন। প্রতিপক্ষ তাকে নিয়ে মিথ্যা ও হয়রানি মূলক প্রচারণা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দেন।