এনামুর রহমান কে পুনরায় ঢাকা-১৯ ( সাভার আশুলিয়া)আসনের এমপি হিসেবে দেখতে চাই-মেহেদী মাসুদ মঞ্জু

 

মুহাম্মদ সাইফুল্লাহ-

ঢাকা -১৯ (সাভার- আশুলিয়া) এর বর্তমান সাংসদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা.মোঃ এনামুর রহমানকে পুনরায় এই আসনের এমপি হিসেবে দেখতে চান আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু। তিনি বলেন, সাভার আশুলিয়ায় বর্তমানে ডা. এনামের বিকল্প কেউ নেই। এই আসনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আমলে ব্যাপক উন্নয়ন ঘটেছে ঢাকা- ১৯ আসনের। তার নেতৃত্বে তৃণমূল সংঘটিত হয়েছে, হয়েছে শক্তিশালী। চাঁদাবাজদের দৌরাত্ম, ভূমিদস্যূদের ভয়াবহতা, ইভটিজিং, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে তার হস্তক্ষেপে। সাভার আশুলিয়ার রাস্তাঘাট, স্কুল- কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল ধরনের সরকারি কর্মকাণ্ডে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে ডা. এনামের হাত ধরে। শুধু সাভার আশুলিয়া নয় সারা দেশের দুর্যোগে ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি যে অপরিসীম পরিশ্রম করে চলেছেন তা বাংলার ইতিহাসে বিরল। কোথাও দুর্যোগ মহামারীর সংবাদ শুনলেই তিনি ঘরে বসে না থেকে সেখানে ছুটে গেছেন। যথাসাধ্য চেষ্টা করেছেন সে দুর্যোগ মোকাবেলায়। যার পরিপ্রেক্ষিতে তিনি পেয়েছেন দেশীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরস্কার। একজন সৎ বিশ্বস্ত আওয়ামী লীগের কর্মী হিসেবে তার মূল্যায়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত। ডা. এনাম একজন নিষ্ঠাবান এবং কর্তব্যপরায়ণ ব্যক্তি। কোনরকম দূর্নীতি তাকে কাবু করতে পারেনি। এমন একজন মহান ব্যক্তি পুনরায় সাভার আশুলিয়ার দায়িত্ব পেলে এই আসনের উন্নয়নের গতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু আরো বলেন, তৃণমূল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন একজন সৎ বিশ্বস্ত এবং কর্মীবান্ধব ব্যক্তিকেই পুনরায় এই আসনের সাংসদ হিসেবে দেখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন পুনরায় ডা. এনামুর রহমানকে ঢাকা ১৯ আসনের দায়িত্ব দেয়া হোক।

     More News Of This Category

Our Like Page