ঢাকা(১৯) আসনে জনপ্রিয়তা ও জনসমর্থনে ফারুক হাসান তুহিনের বিকল্প নেই-ইউসুফ আলী চুন্নু
- আপডেট সময় : ০৮:৪০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১৭৯ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী ও বর্তমানে সংগঠনকে মজবুত ও তৃনমূলের চাহিদাকে প্রাধ্যান্য দিয়ে প্রার্থী বাঁছাইয়ে মনোনিবেশ করছে রাজনৈতিক দলগুলি বলে মনে করেন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউসুফ আলীর চুন্নু । সাভার-আশুলিয়ায়ও তার ব্যতিক্রম নয়। একসময়ের বিএনপি ও জামাতের ঘাঁটিখ্যাত সাভার -আশুলিয়ায় গেল ১৫ বছর আওয়ামীলীগ এই আসনে রাজত্ব করছে। বর্তমান সরকারের নানামূখি উন্নয়নের ফলে এখন অনেকটাই সমৃদ্ধ হয়েছে সাভার আশুলিয়া। আর এই কৃতিত্বের অন্যতম ধারক ও বাহক হলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা (১৯) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ফারুক হাসান তুহিনের হাতেই ঘুরে দাঁড়াবে সাভার-আশুলিয়ার উন্নয়নের চাকা। যে কারনে অন্যান্য সাংসদীয় আসন গুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থীজট থাকলেও, ঢাকা-১৯ আসনে এখনও পর্যন্ত ফারুক হাসান তুহিনের বিকল্প নেই বলে মনে করছেন জনসাধারণ থেকে শুরু করে ক্ষমতাসীন দলের তৃনমূল ও শীর্ষস্থানীয় নেতারা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ে রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে তিনি ছিলেন সফল। তিনি সবসময় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। এজন্য তিনি সাভার – আশুলিয়ায় সর্বস্তরের মানুষের কাছে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। ইউসুফ আলী চুন্নু বলেন, ফারুক হাসান তুহিন সবসময় মানুষের উন্নয়নে কাজ করেছে। তিনি ঢাকা- (১৯) আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলে নেতাকর্মী ও সর্বস্তরের জনগন মিলে বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে আমি দৃঢ় বিশ্বাসী’। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জনমত যাচাই করে ফারুক হাসান তুহিনকে ঢাকা ১৯ সাভার আশুলিয়ার কান্ডারী হিসেবে মনোনয়ন প্রদান করুন এই প্রত্যাশা কামনা করি। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা (১৯) আসনের জন্য যাকে পছন্দ করবেন আমি তার পক্ষ হয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। তবে একটাই দাবি ফারুক হাসান তুহিনের মনোনয়ন প্রত্যাশা করি।