মোঃ সাগর হোসেন,সাভার:
সাভারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের সম্ভাব্য প্রার্থী ও আ.লীগের গণসংযোগ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি আশুলিয়া থানা আ.লীগের সভাপতি। বুধবার দুপুর থেকে তিনি আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে এই গণসংযোগ শুরু করেন।
মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন বলেন,আমি তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে এই আসনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার বিশ্বাস এলাকার তৃণমূলে যাহারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে দল তাদেরকে মূল্যয়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার এটাই প্রতাশ্যা। তিনি আরোও বলেন, আমার নেত্রী মানবতার মা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন আমি সেটি সাদরে গ্রহণ করবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে প্রস্তুত আছি। নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
এ সময় তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে লিপলেট বিতরণ করেন। এ জনসংযোগে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দীন মাদবর, সাভার পৌর এলাকার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিশেষে সবার নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগে ভোট দেওয়ার আহবান করেন।