সাভার পৌর কৃষকলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে তুহিনের শুভেচ্ছা বিনিময়

মুহাম্মদ সাইফুল্লাহ-

সাভার পৌর কৃষকলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঢাকা -১৯ (সাভার – আশুলিয়া) আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল দুপুরে ফারুক হাসান তুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি আয়নাল হক গেদু, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান, মোহাম্মদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএস লিটন ভান্ডারী, মনজুরুল হক মিলন, বৈদ্যনাথ আচার্য সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ফারুক হাসান তুহিন বলেন, পরিচ্ছন্ন রাজনীতির প্রতিচ্ছবি কৃষক লীগের পাশে তিনি থাকবেন সব সময়। কৃষকলীগ আওয়ামী লীগের একটি গর্বিত সহযোগী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক লীগের কর্মকান্ডে অত্যন্ত খুশি। একই সাথে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষক লীগ দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।

     More News Of This Category

Our Like Page