বিএনপি জামাত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-ফারুক হাসান তুহিন

- আপডেট সময় : ০৫:৫৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
মুহাম্মদ সাইফুল্লাহ-
বিএনপি জামাত নির্বাচন বানচাল এর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১৯( সাভার- আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন।আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।গতকাল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের পুকুর পাড় এলাকা থেকে ঘোষবাগ এলাকায় বেশ কয়েকটি বাজার, পথচারী, বিভিন্ন দোকান, পোশাক শ্রমিক ও এলাকাবাসীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে গণসংযোগ করেন তিনি। গতকাল বিকেলে গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাহাজাহান, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মুসা সহ হাজার হাজার নেতা কর্মী। গণসংযোগে তুহিন, তুহিন বলে স্লোগান দেয় উপস্থিত নেতাকর্মীরা। গণসংযোগ শেষে ফারুক হাসান তুহিন বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চাচ্ছি। তিনি যাকে মনোনয়ন দেবেন তার পিছনে কাজ করব। তবে আমার অনুরোধ তৃণমূলের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জীবন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, এখন আওয়ামী লীগের সাথে আছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।একই সাথে তিনি আরও বলেন, আজকের গণসংযোগ এর মূল উদ্দেশ্য হলো বর্তমান সরকারের সময়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে তা জনগণের মাঝে তুলে ধরা এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নেই তা সবাইকে বোঝানোর চেষ্টা। দেশকে এগিয়ে নিতেই হবে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন বলেন ঢাকা -১৯ আসনে আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী।