সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মুহাম্মদ সাইফুল্লাহ –
ঢাকার সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সাভার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস।এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদ চত্বরে বিশেষ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটিতে অংশগ্রহণ করেন সাভার উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সাভার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল ওহাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাদেরের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম আরিফ, রোদেলা মডেল স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, নিউ হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মধ্যগেন্ডা আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আইয়ুব আলী মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক শাহিন আলম, গেন্ডা মডেল স্কুলের প্রধান শিক্ষক মুনসুর আহমেদ, কাতলাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সোহাগ আহমেদ প্রমূখ।

     More News Of This Category

Our Like Page