ঢাকা-১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিনের গণসংযোগ

 

মোঃ সাগর হোসেন: আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১৯( সাভার- আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডে সরকারের উন্নায়ন মূলক কাজের প্রচারণা ও লিফট বিতরণ এবং গণসংযোগ করেছেন
মঙ্গলবার (১০ অক্টোবর)সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাজার রোড থেকে শুরু করে মাদরাসা মসজিদ, রাজালাখ ফ্রাম হয়ে ঢাকা আরিচা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার রোডের একই স্থানে এসে শেষ হয়।এ সময় গণসংযোগ শোভাযাত্রাটি জনস্রোতে পরিণত হয় । এসময় পোশাক শ্রমিক, দোকান ব্যবসায়ী সহ পথচারী ও এলাকাবাসীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে গণসংযোগ করেন ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূর মোহাম্মদ,সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ সেলিম মিয়া,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলু,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ এবং সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা,সাভার পৌর যুবলীগের মাসুদ পারভেজ রাজু সহ হাজার হাজার নেতাকর্মী ।
গণসংযোগে তুহিন, তুহিন বলে স্লোগান দেয় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণ । গণসংযোগ শেষে ফারুক হাসান তুহিন বলেন,প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চাচ্ছি। তিনি আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবেন। নয়ত যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করবো। তবে আমার অনুরোধ তৃণমূলের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক।

     More News Of This Category

Our Like Page