সাভারে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু

 

মোঃ সাইফুল্লাহ-

সাভারে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

এর আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী; অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত মেয়েশিক্ষার্থীরা বিনা মূল্যে এক ডোজ করে টিকা পাবে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সাভার সেনানিবাসের মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় আজ সেখানে কয়েক’শ শিক্ষার্থীকে এ টিকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু নাসের তালুকদার, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরীসহ আরো অনেকে।

     More News Of This Category

Our Like Page