সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন
- আপডেট সময় : ০৪:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৬৬৬ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তপক অর্পণ ও কেক কাটা হয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদার নেতৃত্বে প্রথমে শেখ রাসেলের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় । এরপর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নেতৃত্বে হলরুমে জন্মদিনের কেক কাটা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শেখ রাসেলের জীবনী নিয়ে বিস্তর আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।