মহামান্য হাইকোটের নিষেধাজ্ঞা অবমাননা অভিযোগে
- আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
কয়রা, খুলনা থেকে এস,এম আব্দুল মান্নান-
হাইকোর্টের নিষেধাজ্ঞা আমাদের অভিযোগ।কালিপদ বৈরাগী, পিতা-মৃত বঙ্ক বৈরাগী, গ্রাম-তালবাড়িয়া, পোষ্ট-হাতিয়ারডাংগা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা।
জেলা-খুলনা, উপজেলা-কয়রা, মৌজা-হরিনগর, জেএল নং-১২৮, খতিয়ান নং-সিএস-২৭, আরএস-৯৭, এস,এ -৭৬ নং, মোট জমি-২৯.৯১ একর। তপশীল বণিত সম্পত্তি খুলনার ৩য় মুনসেফ আদালতে মামলা দায়ের করেন। মামলার তারিখ ইং সাল ২০০৭ এবং মামলা নং-৩১০। মামলাটি খারিজ হয় ইং ২৭/০৬/2013 সালে। মামলার বাদী কালিপদ বৈরাগী হাইকোটে আপিল করেন। মামলা নং-২৮৮, সাল ইং ২০১৩, ইনজাংশন হয় ইং ২৩/০৭/২০২০ সালে। তারপর আবার আর একটি নিষেধাজ্ঞা হয় ইং ৩০/০৮/২০২৩ সালে। ইনজাংশন সহ স্টেটেসকো অডার পায় কালিপদ বৈরাগী। কালিপদ বৈরাগীসহ ও শরীকগণের বসত ভিটা ২৯.৯১ একর জমির মধ্যে, জমির পূব মাথায় বসত ভিটা ও পূব পশ্চিম সম্পত্তি এবং উত্তর দক্ষিণ একই জায়গায়। খগেন বৈরাগী, পিতা-মৃত তারাপদ বৈরাগী, এবং হরিদাশ বৈরাগী, পিতা-মৃত মানিক বৈরাগী, সাং-তালবাড়িয়া, ডাকঘর-হাতিয়ারডাংগা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা। তার আরো লোকজনসহ এই সম্পত্তি জোর পূরবক দখল করার চেষ্টা করছে এবং চেষ্টা চালাচ্ছে। মহামান্য হাইকোটের এই অডার থাকা সত্ত্বেও এই অডার তারা মানছে না। ইনজাংশন হয় ইং ২৩/০৭/২০২০ সালে এবং আর একটি নিষধাজ্ঞা হয় ইং ৩০/০৮/২০২৩ সালে। হাইকোটের মামলা নং-২৮৮, যার চলমান সাল ইং-২০২৩। খগেন বৈরাগী, পিতা-মৃত তারাপদ বৈরাগী, এবং হরিদাশ বৈরাগী, পিতা-মৃত মানিক বৈরাগী, গ্রাম-তালবাড়িয়া, ডাকঘর-হাতিয়ারডাংগা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা তাহারা আরো লোকজন সহ এই জমি জোর পূবক দখল করার চেষ্টা চালাচ্ছে অথাৎ দখল করার জন্য নানা প্রকার কলা কৌশল অবলম্বন করছে।