মহামান্য হাইকোটের নিষেধাজ্ঞা অবমাননা অভিযোগে

 

কয়রা, খুলনা থেকে এস,এম আব্দুল মান্নান-

হাইকোর্টের নিষেধাজ্ঞা আমাদের অভিযোগ।কালিপদ বৈরাগী, পিতা-মৃত বঙ্ক বৈরাগী, গ্রাম-তালবাড়িয়া, পোষ্ট-হাতিয়ারডাংগা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা।
জেলা-খুলনা, উপজেলা-কয়রা, মৌজা-হরিনগর, জেএল নং-১২৮, খতিয়ান নং-সিএস-২৭, আরএস-৯৭, এস,এ -৭৬ নং, মোট জমি-২৯.৯১ একর। তপশীল বণিত সম্পত্তি খুলনার ৩য় মুনসেফ আদালতে মামলা দায়ের করেন। মামলার তারিখ ইং সাল ২০০৭ এবং মামলা নং-৩১০। মামলাটি খারিজ হয় ইং ২৭/০৬/2013 সালে। মামলার বাদী কালিপদ বৈরাগী হাইকোটে আপিল করেন। মামলা নং-২৮৮, সাল ইং ২০১৩, ইনজাংশন হয় ইং ২৩/০৭/২০২০ সালে। তারপর আবার আর একটি নিষেধাজ্ঞা হয় ইং ৩০/০৮/২০২৩ সালে। ইনজাংশন সহ স্টেটেসকো অডার পায় কালিপদ বৈরাগী। কালিপদ বৈরাগীসহ ও শরীকগণের বসত ভিটা ২৯.৯১ একর জমির মধ্যে, জমির পূব মাথায় বসত ভিটা ও পূব পশ্চিম সম্পত্তি এবং উত্তর দক্ষিণ একই জায়গায়। খগেন বৈরাগী, পিতা-মৃত তারাপদ বৈরাগী, এবং হরিদাশ বৈরাগী, পিতা-মৃত মানিক বৈরাগী, সাং-তালবাড়িয়া, ডাকঘর-হাতিয়ারডাংগা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা। তার আরো লোকজনসহ এই সম্পত্তি জোর পূরবক দখল করার চেষ্টা করছে এবং চেষ্টা চালাচ্ছে। মহামান্য হাইকোটের এই অডার থাকা সত্ত্বেও এই অডার তারা মানছে না। ইনজাংশন হয় ইং ২৩/০৭/২০২০ সালে এবং আর একটি নিষধাজ্ঞা হয় ইং ৩০/০৮/২০২৩ সালে। হাইকোটের মামলা নং-২৮৮, যার চলমান সাল ইং-২০২৩। খগেন বৈরাগী, পিতা-মৃত তারাপদ বৈরাগী, এবং হরিদাশ বৈরাগী, পিতা-মৃত মানিক বৈরাগী, গ্রাম-তালবাড়িয়া, ডাকঘর-হাতিয়ারডাংগা, উপজেলা-কয়রা, জেলা-খুলনা তাহারা আরো লোকজন সহ এই জমি জোর পূবক দখল করার চেষ্টা চালাচ্ছে অথাৎ দখল করার জন্য নানা প্রকার কলা কৌশল অবলম্বন করছে।

     More News Of This Category

Our Like Page