সাভারে বিএনপির অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মোঃ সাইফুল্লাহ-
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের বিরুদ্ধে সাভারে বিক্ষোভ মিছিল করেছে হকার্স লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলে অংশ নেন অন্যান্য হকার্স লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তার উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মানিক মোল্লা বলেন, বিএনপি জামাত চোরের দল।তারা রাতের আঁধারে সুযোগ বুঝে গাড়ীতে অগ্নিসংযোগ করে। পুলিশ হত্যা করে। জনগণের সম্পদ নষ্ট করে। দেশে অরাজকতা সৃষ্টি করে। তাদের থেকে সজাগ থাকতে হবে। বিক্ষোভ মিছিলে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী হকার্স লীগ, বাংলাদেশ হকার্স লীগ ও আওয়ামী ঘরানার হকার্স লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করে।

     More News Of This Category

Our Like Page