আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাইফুল ইসলাম

মোঃ সাইফুল্লাহ-
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা- ১৯ (সাভার-আশুলিয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম।আজ শনিবার দুপুরের দিকে নেতাকর্মীদের নিয়ে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সাথেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, দল তৃণমূলের সমর্থনের উপর ভিত্তি করে মনোনয়ন প্রদান করবেন বলে তিনি আশাবাদী। তিনি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও জানান। এদিকে সাইফুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করায় তার নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তাদের বিশ্বাস ঢাকা -১৯ এ (সাভার আশুলিয়া) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তৃণমূলের পছন্দের প্রার্থী সাইফুল ইসলামকে দেয়া হবে বলে তারা আশাবাদী।

     More News Of This Category

Our Like Page