মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর

মোঃ সাইফুল্লাহ-
ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনের বর্তমান সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান আজ ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।এ সময় তার সাথে ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এস মিজান, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) শামীম আহমেদ সহ বেশ কিছু নেতাকর্মী। খোঁজ নিয়ে জানা যায়, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে ডা. এনামুর রহমান শতভাগ আশাবাদী। উল্লেখ্য, তিনি প্রথম মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকার জন্য ব্যাপক উন্নয়নমূলক কাজ করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দ্বিতীয় মেয়াদে দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অর্পিত দায়িত্বও এনামুর রহমান যথার্থভাবে পালন করে, দলের ভাবমূর্তি উজ্জ্বল করায় এবারও তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে জানা গেছে।

     More News Of This Category

Our Like Page