ঢাকা -১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন ডাঃ এনামুল রহমান

 

মোঃ সাগর হোসেন:
মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুল রহমান। সোমবার (২০শে নভেম্বর) আওয়ামী লীগ কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন ডাঃ এনামুল রহমান।
এসময় তিনি বলেন, দল যদি আমাকে আবার ও নৌকার নমিনেশন দেয় তাহলে এই আসন তথা সাভার -আশুলিয়ার মানুষের জন্য কাজ করে যাবো।
তিনি আরও বলেন, যদি আমি এই আসনে আবার ও এমপি হতে পারি তাহলে ঢাকা- ১৯ আসনকে একটি নান্দনিক শহরে রূপান্তর করব।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলার সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শামীম আহম্মেদ,আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির হোসেন, সাভার পৌর যুবলীগ নেতা শেখ ছাইদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     More News Of This Category

Our Like Page