ফিলিপাইনে ‘ঘাতক বাঁকে’ প্রাণ গেলো ১৭ বাসযাত্রীর
- আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
ফিলিপাইনে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নর রোডোরা কাদিয়াও এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে দেশটির মধ্যাঞ্চলীয় অ্যান্টিক প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে কয়েক ডজন যাত্রী ছিলেন।
তিনি জানান, দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং চারজন স্থিতিশীল।
এর আগে স্থানীয় গণমাধ্যমগুলো নিহতের সংখ্যা ২৮ জন বলে জানিয়েছিল।
কাদিয়াও বলেন, বাসটি পার্শ্ববর্তী প্রদেশ ইলোইলো থেকে যাত্রা শুরু করে অ্যান্টিকের কুলাসি শহরে যাচ্ছিল। পথিমধ্যে একটি আঁকাবাঁকা রাস্তায় এর ব্রেক বিকল হয়ে যায় এবং বাসটি ৩০ মিটার (৯৮ দশমিক ৫ ফুট) গভীর খাদে পড়ে যায়।
গভর্নর বলেন, আমরা ওই এলাকাটিকে ‘ঘাতক বাঁক’ বলে থাকি। এর আগেও সেখানে বাস দুর্ঘটনা হয়েছিল।
অ্যান্টিক প্রশাসন জানিয়েছে, দৃশ্যমান সব মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
রোডোরা কাদিয়াও বলেন, রাস্তাটির নকশা খুবই ত্রুটিপূর্ণ। আমি সেটির নিন্দা জানাই।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
গণপরিবহনে অব্যবস্থাপনা এবং সড়ক-মহাসড়কে রক্ষণাবেক্ষণের অভাবের জন্য ফিলিপাইনের কুখ্যাতি রয়েছে।