বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার আয়োজনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ১৪৩ বার পড়া হয়েছে
সাভারে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার আয়োজনে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ১১ ডিসেম্বর বিকালে ভরসা মার্কেট এর নিচ তলায় বাংলাদেশ হকার্স লীগের কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান থেকে ঢাকা- ১৯ (সাভার আশুলিয়া) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোঃ এনামুর রহমানকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা উপস্থিত নেতাকর্মীদের যেকোনো মূল্যে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ডা. মোঃ এনামুর রহমানকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মানিক মোল্লা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল আহসান সোনাহর, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মতিন সহ আরও অনেকে। বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বিন ওবায়েদ সহ বাংলাদেশ হকার্স লীগের সাভার উপজেলা ও পৌর শাখার সকল পর্যায়ের নেতা কর্মীগণ ।