সাভারে ইউসুফ আলী চুন্নুর নেতৃত্বে মুরাদ জং এর পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে চলছে ব্যাপক নির্বাচনীয় প্রচার- প্রচারনা। পিছিয়ে নেই সাভার আশুলিয়া। ঢাকা -১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের পক্ষে আজ সাভারে গেন্ডা বাসস্ট্যান্ডে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ সাভার পৌর শাখার সহ-সভাপতি ইউসুফ আলী চুন্নুর নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলটি সাভারে গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার বাসস্ট্যান্ডে মিলিত হয়। মিছিলে ঈগল পাখি প্রতীকের প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদকে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়।এ সময় ইউসুফ আলী চুন্নু বলেন,আজ আমাদের প্রিয় নেতা তালুকদার তৌহিদ জং মুরাদ সাভারে আসছে তার নিজ বাসভবনে আমরা আজ তাকে শুভেচ্ছা জানাতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মিছিল করতেছি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আগামী ৭ তারিখের নির্বাচনে সাভার – আশুলিয়া গণমানুষের নেতা তালুকদার তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবে। এ সময় আওয়ামী লীগের বহু নেতাকর্মী এবং অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।