আশুলিয়া থানা যুবলীগের ভবিষ্যৎ কান্ডারী দেওয়ান রাজু আহমেদ
- আপডেট সময় : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
আশুলিয়া থানা যুবলীগের ভবিষ্যৎ কান্ডারী দেওয়ান রাজু আহমেদ। তার হাত ধরেই ঘুরে দাঁড়াবে আশুলিয়া থানা যুবলীগ। সেই বিশ্বাস সাভার আশুলিয়ার নেতা কর্মীদের। তারই ধারাবাহিকতায় দেওয়ান রাজু আহমেদকে আশুলিয়া থানা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দেখতে চায় তৃনমূল নেতৃবৃন্দরা। দেওয়ান রাজু আহমেদ একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে পরিচিত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে সততা ও সাহসিকতার সাথে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমান আশুলিয়া থানা যুবলীগের হাল ধরে রেখেছেন এই উদীয়মান যুবলীগ নেতা।
বিগত দিনের চেয়ে বর্তমান আশুলিয়া থানা যুবলীগ অনেক শক্তিশালী হয়ে উঠেছে তাদের মতো নেতাদের নেতৃত্বে।তৃণমূল নেতৃবৃন্দের কাছে বিশ্বস্ত ও আস্তার পথিক হয়ে উঠেছেন দেওয়ান রাজু আহমেদ।
সততা ও ন্যায়পরায়ণ ব্যক্তি হওয়ায় তিনি আজও অবধি কোনো অন্যায় অবিচারের সঙ্গে আপোষ করেননি। সত্য ও সততার ব্যাপারে তিনি আপোষহীন।
তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি মহামারি করোনা কালিন পরিস্থিতির শুরু থেকে এখনও পর্যন্ত অসহায়, কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার থেকে শুরু করে খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন মানবিক কর্মকান্ড সাথে জড়িত এই জননন্দিত যুবলীগ নেতা।
তিনি বলেন,
এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক ব্যবসা সহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে এলাকাবাসীকে সাথে নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছি।
দেওয়ান রাজু আহমেদ বলেন , যদি দলের সিনিয়র নেতৃবৃন্দ মনে করে দলের জন্য আমি কাজ করেছি, দলের মিটিং, মিছিল ও দলের পাশে ছিলাম। তাহলে যেন আমাকে প্রাপ্য মর্যাদা দেয়া হয়।