মিথ্যা মামলায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করলেন গফুর মিয়া
- আপডেট সময় : ০৩:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আশুলিয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।আজ শনিবার সকালে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর মিয়া।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী এবং পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিবর্গের স্বজন এবং আহত ব্যক্তির পক্ষে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় এবং ঢাকা জেলা বিচারিক আদালতে দায়ের করা মামলায় আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও আমাকে এবং আমার নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে মামলা দায়ের করা হয়েছে।
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে আমার এবং নেতাকর্মীদের সুনামক্ষুন্ন করার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। এই সব ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে জনমতকে ঈর্ষান্বিত করার অপচেষ্টা হচ্ছে। একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য এবং পোশাক শিল্প কারখানাসহ বিভিন্ন ধরনের ব্যবসা হাসিলের উদ্দেশ্যে সাধারণ জনগণ এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে। আমাদের আইনজীবী দল ইতোমধ্যে মামলার সকল আইনগত দিক পর্যালোচনা করেছে এবং আমরা আত্মবিশ্বাসী যে সত্য এবং ন্যয়বিচার আমাদের পক্ষেই থাকবে।
আজকের সংবাদ সম্মেলন থেকে ছাত্র সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি এই সকল ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরোও বলেন, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আমার নামে ৫টি মামলা দায়ের করা হয়। ইতঃপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে ১৬ বছরে ৩৬টি মামলা চলমান রয়েছে। বর্তমানেও একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হাসান বিল্টু, ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি সভাপতি বাছেদ দেওয়ান, ধামসোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইলিয়াস শাহী মোখলেস, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।