শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা খোরশেদ আলম
- আপডেট সময় : ০৮:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলাসহ দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী-গরিব নির্বিশেষে, সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে, এটাই আমার প্রত্যাশা। কোনো বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। আমি সকলের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায়, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মনে করি, বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে।