সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ আলী
মোঃ সাগর হোসেনঃ
- আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সাভার উপজেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।ধনী, গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি।কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।