উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার পরিদর্শনে এসে আবেগে আপ্লুত দেওয়ান সালাউদ্দিন বাবু’ সার্বিক সহযোগিতার আশ্বাস
- আপডেট সময় : ১১:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে আবেগে আপ্লূত হলেন সাভার-আশুলিয়ার সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সেই একটা সময় তিনি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, বর্তমান সময়ে ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সটি আজ দেশসেরার উপাধি পেয়েছে। আজ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সত্যি চিকিৎসা সেবার জন্য একটি মডেল সরকারি হাসপাতাল। হাসপাতালটির মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। একটা সময় আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত ছিলাম। আমি গর্বিত এমন একটি হাসপাতালে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরেছিলাম। এ সময় তিনি আউটডোর ও ইনডোরে ভর্তি রোগিদের খোঁজখবর নেন।
আউটডোরে আগত প্রতিদিন ১২০০-১৩০০ জন রোগীর কথা শুনে তিনি স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদার কাছে জানতে চান করনীয় কি?
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা জানান, দ্রুততম সময়ের মধ্য নুন্যতম ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। তাছাড়া মুল্যবান ওষুধ সংরক্ষণ করার জন্য অত্যাধুনিক স্টোররুম নির্মাণ করা খুবই জরুরি। তাছাড়া
হাসপাতালের সকল কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জনস্বাস্থ্য ও জনস্বার্থে মন দিয়ে কাজ করার অনুরোধ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।