সাভারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের আহ্বান স্বাস্থ্য কর্মকর্তার
- আপডেট সময় : ০৮:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে সাভারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু একটি এডিস মশা বাহিত ভাইরাসজনিত রোগ।ডেঙ্গু রোগে সকলকে সতর্ক থাকতে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের আহ্বান জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা।
তিনি বলেন,বর্তমান সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পাশাপাশি জ্বর নিয়ে অনেক রোগী হাসপাতালে আসেন এবং অনেকে নিজ থেকেই এ্যান্টিবায়োটিক সেবন করেন। যা কাম্য নয় ।মনে রাখবেন জ্বর মানেই ডেঙ্গু নয়।আবার জ্বর আসলে ঘরোয়া চিকিৎসা করাও যাবে না।সাথে সাথে নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন সেবন করতে হবে।
চিকিৎসকের পরামর্শ মতো রক্তের পরিক্ষা করতে হবে।
ভাইরাস জ্বরের লক্ষণগুলো হল- শরীরে শীত-শীত ভাব, কাঁপুনি, মাথাব্যথা, হাত-পায়ের গিরায় ব্যথা, খাবারে অরুচি, নাক দিয়ে অঝোরে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি, ঠান্ডা ও সর্দিজনিত স্বাস্থ্যগত সমস্যা হওয়া। তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীকে তরল জাতীয় খাবার গ্রহণ এবং পর্যাপ্ত রেস্টের পরামর্শও দেন।খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসে (অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে ৯৬৪ জন ডেঙ্গুর টেস্ট করিয়েছে। যার মধ্যে ১৪৩ জন পজেটিভ হয়েছে। সম্প্রতি কয়েকদিনে ১৫ জন সহ মোট ৯৫ জনকে ভর্তি করানো হয়। এর মধ্যে ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। ৫১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। তবে এই হাসপাতালটিতে এই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালটিতে উন্নত স্বাস্থ্য সেবার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা যায়।