ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে – ডাঃ সায়েমুল হুদা

- আপডেট সময় : ১১:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সচেতন হতে হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। তিনি বলেন, সাভারে ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।জলবায়ুর পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার মাধ্যমে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এ বিষয়ে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। এজন্য ডেঙ্গু প্রতিরোধে জন্য প্রয়োজনে দিনের বেলা মশারী টাঙিয়ে ঘুমাতে হবে, বিশেষ করে শিশুদের মাশরীর মধ্যে রাখতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে হবে।এ বছর দ্রুত এর প্রকোপ কমাতে হবে। আগামীতে যাতে এভাবে ছড়িয়ে না পরে সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এজন্য আমাদের সকলের নিজ নিজ জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার ব্যবস্থা রয়েছে।যদি কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অবশ্যই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করবেন।