সাভারে অনুষ্ঠিত হলো ইয়াজউদ্দিন সরকার স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
![](https://sandhanitv.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৯:৪০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
সাভারের হেমায়েতপুরের পুর্বহাটি এলাকায় ইয়াজউদ্দিন সরকার স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর মাগরিব বাদ অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। অনুষ্ঠিত খেলায় সাভার সিএফ দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আমিনবাজার এফসি দল। খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা ও প্রত্যেক খেলোয়ার কে আলাদা আলাদা পুরস্কৃত করা হয়। রানার্স আপ দলকেও একটি ট্রফি এবং নগদ ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। তাদের দলের প্রত্যেক খেলোয়াড়দের কেও পুরস্কৃত করা হয়। এ সময় রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমানুল্লাহ সরকার আমান। যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিল।