সাভারে মাদক বিরোধী “ডে- নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট সময় : ১২:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৫ বার পড়া হয়েছে
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্য নিয়ে মাদক বিরোধী ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং যুব সমাজের উদ্যোগে স্থানীয় একটি মাঠে এ টুর্নামেন্ট শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।টূর্নামেন্টের উদ্বোধনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোঃ খোরশেদ আলম বলেন, দেশে মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এই সময় পূর্ব জামসিং এলাকার এক দল যুবক সোচ্চার হয়ে মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার নিমিত্তে আয়োজন করে মাদক বিরোধী ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের।যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা ওয়ার্ড, পাড়া মহল্লায় সামনের দিনগুলোতে হবে। আমি যুব সমাজের এমন উদ্যোগের পাশে ছিলাম আছি এবং থাকবো।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি হযরত আলী, সাভার পৌর বিএনপি নেতা খাঁন মজলিশ বাবু, বিশিষ্ট ক্রীড়াবিদ মনিবুর রহমান চম্পক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ওয়াহিদুর রহমান মুরাদ ও ওয়াহিদুজ্জামান বাবু, মোঃ খাইরুল ইসলাম।
টুর্নামেন্টের এ খেলায় মোট ২৪ টি দলের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিটি খেলায় ২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।