নৌকা প্রতীকে বিশ্বাস রাখুন – মুসা
- আপডেট সময় : ০২:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার-
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত ১৪ বছরের শাসনামলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, সেই সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত রাখতে আবারও ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন আশুলিয়ার আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসা।
ইয়ারপুর ইউনিয়নবাসী ও ভোটারদের প্রতি আহবান জানিয়ে চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসা বলেন, আমি আশা করছি,এখানে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।গত বৃহস্পতিবার ইয়ারপুর তৈয়বপুর অফিসের সামনে থেকে প্রতি দিনের মতো নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ শুরু করার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসি, জনগন, সাধারণ ভোটার, পথচারী থেকে শুরু করে নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন মুসা বলেন, দেশে যে উন্নয়নের ধারা চলছে, তা অব্যাহত রাখতে হলে আমাকে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি বলেন, আমাকে যদি আপনারা বিজয়ী করেন তাহলে সবাই মিলে ইয়ারপুর ইউনিয়নকে সুস্থ, সচল ও আধুনিক ইয়ারপুর ইউনিয়ন গড়ে তুলব। আমি ইয়ারপুর ইউনিয়নকে স্মার্ট নগরী হিসেবে আপনাদেরকে উপহার দেবো-ইনশাআল্লাহ্।
চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসা বলেন, আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। কিন্তু আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ইয়ারপুর ইউনিয়নকে শহরে গড়ে তুলব। প্রথমেই আমি ইয়ারপুর ইউনিয়নে পানির নিষ্কাশন মুক্ত করার উদ্যোগ নেব। নাগরিক সুবিধা,
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মোশাররফ হোসেন মুসা বলেন, নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। আওয়ামীলীগের দলীয় প্রতীক- শেখ হাসিনার প্রতীক। দেশে উন্নয়ন চলছে, চলবে। এজন্য আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে হবে।
ইয়ার পুর ইউনিয়ন জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ উল্লেখ করে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসা ইয়ার পুর ইউনিয়নবাসির উদ্দেশে বলেন, ইয়ারপুর ইউনিয়নকে জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে
একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, আমি চেয়ারম্যান হলে আগামী দিনে পর্যায়ক্রমে ইয়ারপুর ইউনিয়ন কে জলাবদ্ধতা নিরসন করতে পারবো, ইনশাআল্লাহ।
বর্তমান সরকারের উন্নয়নসহ তার সময়ে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থ সহ যথেষ্ট অভিজ্ঞতা আমি অর্জন করেছি। আগামী ২৯ শে ডিসেম্বর নির্বাচনে আমি নির্বাচিত হয় সেই অভিঞ্জতা কাজে লাগিয়ে সুন্দরভাবে সেটি প্রয়োগ করতে পারব যদি আপনারা আমাকে নৌকা মার্কায় নির্বাচিত করেন।
মোশাররফ হোসেন মুসা বলেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার শুধু উন্নয়নের গিয়ার। আশা করছি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলার পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারনা শুরু করে চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসার পক্ষে ইয়ার পুর ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেক আওয়ামী লীগ এর নেতাকর্মী
ছোট ছোট মিছিল নিয়ে ভোটাররা মোশাররফ হোসেন মুসার অফিসের সামনে জড়ো
হতে থাকে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর মার্কা, ‘উন্নয়নের মার্কা নৌকা, নৌকা, এমন গানের পাশাপাশি ইয়ারপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে নেতাকর্মীরা ভোটারদের কাছে যান। এসময় নেতাকর্মীরা
গণসংযোগ ‘উন্নয়নের মার্কা নৌকা, নৌকা’ গানে প্রকম্পিত পুরো ইয়ারপুর ইউনিয়ন। চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মুসা একান্ত সহকারী
আমজাদ হোসেন জানান, সকালে প্রতি দিনের
মতো নির্বাচনী গণসংযোগ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ইয়ার পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এলাকায় গণসংযোগ চালাচ্ছেন নৌকা মার্কায় চেয়ারম্যান প্রথী মোশাররফ হোসেন মুসা। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত থাকেন।