সাভারে কাকাবো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী মোশাররফ খান ফুটবল একাডেমী
![](https://sandhanitv.com/wp-content/uploads/2023/12/IMG-20231204-WA0007-1.jpg)
- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
সাভারের বিরুলিয়ায় কাকাবো ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ ই ডিসেম্বর বিকালে বিরুলিয়া ইউনিয়নের কাকাবোয় ফকির মোহাম্মদ আমান উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মোশাররফ খান ফুটবল একাডেমি ও বিরুলিয়া রেঞ্জার্স ক্লাবের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সিজার, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব খাঁন সজিব, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুন মাদবর, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমির হামজা সহ আরো অনেকে।
ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করেন হাজী মোশারফ খাঁন ফুটবল একাডেমি বনাম বিরুলিয়া। খেলায় হাজী মোশারফ খাঁন ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪ -৩ গোলের ব্যবধানে বিরুলিয়া রেঞ্জার্স ক্লাবকে পরাজিত করে জয় লাভ করেন।