বিএনপি সহিংস রাজনীতিতে বিশ্বাসী নয়-ওবায়দুর রহমান অভি
- আপডেট সময় : ১২:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
বিএনপি সহিংস রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপি নেতা এবং সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি। তিনি বলেন, বিএনপি শান্তির রাজনীতি করে। কোন ধরনের অরাজকতা এবং সহিংসতা বিএনপি পছন্দ করেনা। বিনা ভোটের নির্বাচনে গত ১৬-১৭ বছর আওয়ামী সরকার বিএনপির নেতা কর্মীদের হামলা, মামলা দিয়ে পঙ্গু করে রেখেছিল। অন্যায় এবং দুর্নীতি বেশি দিন টেকে না তারই প্রমাণ শেখ হাসিনার পালিয়ে যাওয়া। শেখ হাসিনা দেশকে ঋণের বোঝাই পরিণত করেছেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা শত শত, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দুর্নীতির মাধ্যমে। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে। এর জন্য সকলকে একযোগে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে,জনগণই সকল ক্ষমতার উৎস।