জেলা প্রতিনিধিঃ ১ মার্চ, বুধবার গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় অফিসার ইনচার্জ ডিবি গাইবান্ধা’র নেতৃত্বে অফিসার ফোর্স মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়া ইউনিয়নের কামদিয়া বাজারস্থ জনৈক মোঃ খালেক চৌধুরীর ফাকা জমির উপর রাত ৯.৩০ টায় আসামী মোঃ ওমর ফারুক (২৮), পিতা- মোঃ ইসমাইল হোসেন, গ্রাম মোল্লাপাড়া কে আটক করে ডিবি পুলিশ। আটককৃত আসামীকে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রংয়ের ব্যাগে একশত পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামির নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।