সাভার থানা পুলিশ অটোরিকশা চোরচক্রের ৭জনকে গ্রেফতার করেছে

মোঃ সাইফুল্লাহ

সাভারে পুলিশের অভিযানে অটো রিকশা চোর চক্রের ৭সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাপাইন তালতলা এলাকার শহিদ গংয়ের একটি টিনশেড মার্কেটে খলিলের দোকানে চোরাই ব্যাটারী চালিত অটোরিকশার পার্টস বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা( পিপিএম) এর তত্বাবধানে এস আই মো. রাসেল মিয়া ও তার সংগীয় ফোর্সের অভিযানে চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করতে সমর্থ্য হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অটোরিকশার চোরাই যন্ত্রাংশও উদ্ধার করে এই অভিযান টিম। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ ৩৪ হাজার দুইশ টাকা।

গ্রেফতারকৃত চক্রের ৫ সদস্য হলেন, মো. খলিল (২৮), মো. মালেক শেখ (৩৫), মো. তাসিম মীর (৬০), মো. তারেক মীর (২৬), মো. ইয়াসিন ইসলাম (৩৭), মো. শামীম (২৭) এবং মো. কামরুল ইসলাম (৪২)।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, অটো ছিনতাই চক্রের সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে যেন কেও এভাবে অটো চুরি করে ভেঙে বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে আমাদের এ অভিযান চলমান থাকবে।

     More News Of This Category

Our Like Page